পাজরের রক্তের ছোঁপে তোমরা
যারা এঁকে গেলে বিজয়ের পদাঙ্ক;
তোমাদের একেকটি জানাজায় মুষ্ঠিবদ্ধ হাত
উত্তোলনকারী তোমাদের একেকটি ভাইয়েরা
একেকটি বারুদপিন্ড হয়ে সে পদাঙ্ক দলে,
রক্তিম সাঁঝ শেষে আরেকটি মহিমান্বিত ভোর আনার
সংগ্রামে বিস্ফোরিত হবে।
সেদিন তোমাদের প্রশান্ত আত্মাগুলো
লাল গোলাপ হাতে আমাদের অভ্যর্থনা জানাতে
যেন দাঁড়িয়ে থাকে; লাল গোলাপ
যা হবে মিশকের সুগন্ধমন্ডিত।