চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের
আমরা মুসলমান; সারা দুনিয়া জন্মস্থান আমাদের
তাওহীদ-রত্ন আমাদের সিনায় প্রোথিত যতনে
সম্ভব নয় উপড়ে ফেলা নাম ও নিশান আমাদের
জগৎ-জুড়া বুৎশালায় প্রথম ঐ ঘর একত্বের
আমরাই তার পাহারাদার, সেও দারবান আমাদের
ঢাল-তরবারি ছায়ায় বেড়ে ওঠেছি আমরা সবাই
খঞ্জর নতুন চাঁদের এ জাতীয় নিশান আমাদের
পশ্চিমের প্রান্তরে ছড়িয়ে দিয়েছি আমরা আযান
থেমে যেতোনা কিছুতেই সমুখ অভিযান আমাদের
মিথ্যার হুঁঙ্কারে ভড়কে যাবার নই আমরা, হে আকাশ!
বারবার তুমি দেখে নিয়েছো টাটকা-প্রমাণ আমাদের
হে আন্দালুসের বাগান! তোমার মনে পড়ে সেই দিন
যখন তোমার প্রশাখায় ছিলো বাসস্থান আমাদের ?
হে দজলার ঢেউ! তুমিও তো ঠিক চেনেছো আমাকে
আজো তোমার স্রোত-ধারায় বীর-উপখ্যান আমাদের
হে পবিত্র শহর! মৃত্যু সমুখে রেখেছি তোমার শান
তোমার শিরায় আজো রক্ত প্রবহমান আমাদের
কাফেলার কাপ্তান হেজাযের সর্বাধিনায়ক নিজেই
এ নামের দরূদ হৃদয়ে শান্তির কারণ আমাদের
ইকবাল-সঙ্গীত যেনো জাগিয়ে তোলার ঘন্টাধ্বনি
হয়েছে অধীর-চঞ্চল আবার কারাভান আমাদের
নিউইয়র্ক; ১৭ জানুয়ারী, ২০১৮
--------------------------------
--- মূল কবিতা (উর্দূ) ---
চীন-ও-আরব হামারা, হিন্দুস্তাঁ হামারা
মুসলিম হে হাম, ওয়াতান হে সারা জাহাঁ হামারা
তাওহীদ কি আমানত সিনোঁ মে হে হামারে
আসাঁ নেহি মিটানা নাম-ও-নিশাঁ হামারা
দুনিয়া কে বুত-কাদোঁ মে পেহলা ও ঘর খোদা কা
হাম ইস কে পাসবাঁ হে, ও পাসবাঁ হামারা
তেগোঁ কে সায়ে মে হাম পল কর জওয়াঁ হুয়ে হে
খঞ্জর হিলাল কা হে কওমি নিশাঁ হামারা
মাগরিব কি ওয়াদিয়োঁ মে গুঁজি আযাঁ হামারি
থামতা না থা কিসি সে সায়ল-এ-রাওয়াঁ হামারা
বাতিল সে দাবনে ওয়ালে আয় আসমাঁ নেহি হাম
সো বার কর চুকা হে তু ইমতিহাঁ হামারা
আয় গুলিস্তান-এ-উন্দুলুস! ও দিন হে ইয়াদ তুয কো
থা তেরি ডালিয়োঁ মে যব আশিয়াঁ হামারা
আয় মৌজ-এ-দাজলা তু ভি পেহচানতি হে হাম কো
আব তক হে তেরা দরিয়া আফসানা-খাঁ হামারা
আয় আরদ-এ-পাক!তেরি হুরমত পে কাট মরে হাম
হে খুন তেরি রগোঁ মে আব তক রাওয়াঁ হামারা
সালার-এ-কারভাঁ হে মীর-এ-হিজায আপনা
ইস নাম সে হে বাকী আরাম-এ-জাঁ হামারা
'ইকবাল' কা তারানা বাঙ্গ-এ-দরা হে গোয়া
হোতা হে জাদা-পেয়মা ফির্ কারভাঁ হামারা
------------