স্বপ্নকে চাই জীবনে শেষ প্রহর হওয়া পর্যন্ত
কে টিকেছে তোমার কেশের নিশিখর হওয়া পর্যন্ত ?
নদে এক ঢেউ তৈরীতে শত কুমীরের দলগত শ্রম
কতো কী হয় জলকণা রত্ন-পাথর হওয়া পর্যন্ত !
প্রেম – ধৈর্যের বৈতরণী আর বেয়াড়া আহ্লাদে বেঁচে থাকা
হৃদয়ে কী রঙ হবে কলিজা নিঝর হওয়া পর্যন্ত ?
আমি মানলাম ব্যাকুলতায় তুমি করবেনা ত্রুটি কিন্তু
ছাই হয়ে যাবো আমি তোমার খবর হওয়া পর্যন্ত
অর্ক-রশ্মিতে ধ্বংস হতে হবে জানে শিশিরবিন্দু
আমি এক কৃপা তার দৃষ্টিগোচর হওয়া পর্যন্ত
এক পলকের বেশী অবকাশ নয় ছোট্ট এ জীবনের
প্রতাপে মঞ্চ দোলে স্ফূলিঙ্গ-ঝড় হওয়া পর্যন্ত
ভবযন্ত্রণার চিকিৎসা কোথায়, মৃত্যু ছাড়া, 'আসাদ' ?
দীপ সব রঙে জ্বলে প্রতিটি ভোর হওয়া পর্যন্ত
* * * * * * *
[ বাংলা অক্ষরে মূল উর্দূ গজল ]
আহ কো চাহিয়ে ইক উমর আসর হোনে তক্
কউন জিতা হে তেরে জুলফ কে সর্ হোনে তক্
দামে হর মউজ মে হে হালকা-এ-সদ-কাম-এ-নিহাঙ
দেখিয়ে কিয়া গুযরে হে কাতরে পে গহর হনে তক্
আশিকি সবর তলব আওর তামান্না বেতাব
দিল কা কিয়া রঙ করু খুন-এ-জিগর হোনে তক্
হামনে মানা কে তাগাফিল না করোগে লিকিন
খাক্ হো যায়েঙ্গে হাম তুমকো খবর হোনে তক্
পারতাভ-এ-খুর সে হে শবনম কো ফানা কি তা'লিম
মেয় ভি হু এক ইনায়াত কি নাযার হনে তক্
ইয়াক নযর বেশ নেহি ফুরসাত-এ-হাস্তি গাফিল
গারমি-এ-বয্ম হে এক রকস-এ-শারার হনে তক্
গাম-এ-হাস্তি কা ‘আসাদ’ কিসসে হো জুয্ মর্গ ইলাজ
শম্মা হর রঙ মে জ্বলতি হে সহর হোনে তক্
* * * * * * *