কোলম্যান বার্কস এর দ্য ইসেনশল অব রুমী থেকে তর্জমা করা হয়েছে।
এ কি তোমার সে বদনখানি
যে বাগিচা সাজায়?
এ কি তোমার সে আতর খুশবু
যে বাগিচায় মদিরা ছড়ায়?
এ কি তোমার সে রুহানী প্রাণ
যে ঝর্ণাধারায় শরাব নদী বহায়?
শতচোখ খুঁজছে তোমায় দেখার আশায়,
খুঁজে খুঁজে মরে গেল এ বাগিচায়।
কোথায় তুমি লুকিয়ে আছ অগোচরে,
তবুও ব্যথায় হয় না জখম প্রেমিক চোখে।
তোমার দেখা মিলে এথায় আয়েশী,
তুমি ফজরের মৃদু বাতাসী;
তুমি শরাব নদীর ঊর্মিরাশি।